বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে ১৮ জনের , ৯ লাখ পরিবার পানিবন্দি

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বন্যায় দেশে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লায় ৪, ফেনীতে ১, চট্টগ্রামে ৫, নোয়াখালীতে ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজারে ৩ জন রয়েছে।তিনি আরও জানান, ১১ জেলায় মোট ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন।

শিরোনাম