নিজস্ব প্রতিনিধিঃ
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধ রাখতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
তবে এ সংক্রান্ত আবেদনের শুনানির জন্য আগামী ২৫শে আগস্ট আপিল বিভাগে শুনানির দিন ধার্য করেছেন। ফলে এ সময় পর্যন্ত টেলিভিশনটির সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।