বদলগাছী উপজেলা হতে আক্কেলপুর-ভাণ্ডারপুর আঞ্চলিক মহা সড়কের মাঝ খানের বিষ্ণুপুর গ্রামের নিকট নির্মিত পুরানো বেইলী ব্রীজটির স্টীলের পাত ভেংগে মরন ফাঁদে পরিনত হয়েছে। ঝুকি আর বিপদ কে সামনে রেখে নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।
বিষ্ণুপুর গ্রামের এলাকাবাসীরা সাংবাদিকদের বলেন গত ১৪ বা ১৫ দিন পূর্বে বেইলী ব্রীজের স্টীলের ১টি পাত ভেঙ্গে যায় ঝুঁকি আর অনিশ্চয়তা নিয়ে চলাচল করছে যানবাহন। অপরিচিত চালকরা এসে দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই তিনি ১ টি ভাংগা বাঁশের খুটি পুতে বিপদ সংকেত দেখান।
বাঁশের খুঁটি তুলে ফেললে স্থানীয় তালগাছের পাতা কেটে বিপদ সংকেত দেখান।এলাকাবাসী রহিম জানায় ভোর রাতে যে সকল যানবাহন আসে তারা বেশী দুর্ঘটনার কবলে পড়ছে। বদলগাছী হইতে জয়পুরহাট জেলার আক্কেলপুর সড়কের ভাণ্ডার পুরের বিভিন্ন স্থানে বিধ্বস্ত ও খানা খন্দের সৃষ্টি হয়ে পথচারীসহ যানবাহন চলাচল ব্যহত ও ভোগান্তিতে পড়েছে ।
এলাকাবাসী ও সচেতন ব্যক্তিবর্গরা বলেন, ভাংগা বেইলী ব্রীজটি তুলে দিয়ে সেখানে নতুন একটি ব্রীজ নির্মাণ করা হক। জন-গুত্বপূর্ন এই আঞ্চলিক মহাসড়কটি জনদুর্ভোগ এড়াতে প্রশস্তকরন সহ সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তারা ।