বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরতে আসা এক দর্শনার্থীর মৃত্যু

বুলবুল আহম্মেদ ( বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃঃ
নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও যাদুঘরে ঘুরতে আসা এক দর্শনার্থীর স্ট্রোক করে মৃত্যু বরণ করে।

পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বৌদ্ধবিহার গাড়ী পার্কিং স্থানে মাঝ বয়সি একজনকে মাটিতে ঢলে পড়তে দেখা যায়। এসময় বিহারের নিরাপত্তা কর্মীসহ স্থানীয় দোকানদারেরা ছুটে এসে তার মাথায় পানি ঢালে এবং সঙ্গে সঙ্গে তাকে পাহাড়পুর বাজারে স্থায়ী ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।

এরপর বিহারের নিরাপত্তা কর্মীসহ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। ঐ ব্যক্তির সঙ্গে তার একজন সহকর্মী ছিল। ঐ ব্যক্তির মাধ্যমে জানাযায় মৃত ব্যক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের গাড়ীর ড্রাইভার ছিলেন তিনি। পাহাড়পুর বৌদ্ধ কাষ্টডিয়ান ফজলুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের গাড়ীর ড্রাইভার বলে পরিচয় পাওয়া গেলেও তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

শিরোনাম