বদলগাছীতে মুজিববর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ ( বুলু),বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি ঃঃ
নওগাঁর বদলগাছীতে মুজিব শতবর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার (সেলিম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খাঁন, ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু,সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর।

অন্যনাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন, শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলল্পী ফেরদৌস প্রমখ।

সার্বিক সহযোগিতা ও উপস্থপনায় ছিলেন বদলগাছী উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল রউফ সাংবাদিক বৃন্দ প্রমুখ।

শিরোনাম