বদলগাছীতে বিশেষ অভিযানে ৭ মাদকসেবী আটক

 

বুলবুল আহম্মেদ, ( বুলু), বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃঃ

নওগাঁর বদলগাছীতে বিশেষ অভিযানে ৭ মাদকসেবীকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

আটককৃতরা হলেন বদলগাছী উপজেলার সেনপাড়া গ্রামের মৃত দিপুর ছেলে শ্রী বুদ্দু(৫০), হাপানিয়া গ্রামের মৃত দশিয়ার ছেলে শ্রী সুখেন চন্দ্র(২৭), মাস্টারপাড়ার মৃত নিখিল চন্দ্র সাহার ছেলে সুজন কুমার সাহা(৩০), ভাতসাইল গ্রামের মোন্তাজের ছেলে মোতালেব হোসেন(৩৮), হাপানিয়া গ্রামের মৃত অমূল্যর ছেলে মো. সেলিম(৪০), সরদারপাড়ার বেলালের ছেলে এস এম আরমান হোসেন রুবেল(২৫), পিন্ডিরা গ্রামের মোজাম্মেল হকের ছেলে দেলোয়ার হোসেন(৩৭)।

বদলগাছী থানা সূত্রে জানা যায়, সোমবার(২৬ জুলাই) রাত ১০ টার দিকে গোপন সূত্রে থানা পুলিশ জানতে পারে সেনপাড়া গ্রামের শ্রী বুদ্দুর বাড়িতে কয়েকজন মাদকসেবী চোলাই মদ সেবন করছে। তাৎক্ষণিক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এস আই কামরুল ইসলাম, এস আই আবু তাহের ও এস আই মেহেদী হাসান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৭ মাদকসেবীকে আটক করে থানায় নিয়ে আসে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে সেনপাড়া থেকে ৭ মাদকসেবীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে আজ তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শিরোনাম