বদলগাছীতে প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিক লাঞ্চিত

 

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি ঃঃ
নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিকে লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায় সরকারী ঘোষনা অনুযায়ী ১২ সেপ্টম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিদেশ দেন। প্রথমদিনে ক্লাস ও উপস্থিতি দেখার জন্য বেলা ১১টায় প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা ও সাংবাদিক আবু রায়হান লিটন বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলে যায়।

স্কুলের প্রধান শিক্ষক সুরেস সিংহ সাংবদিকদের কোন তথ্য প্রদান করবেনা বলে জানান। পরে সহকারী প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন এর অনুমতি নিয়ে ক্লাসরুমে গিয়ে দেখেন অনেক চাপাচাপি করে শিক্ষার্থীরা বসেছে কোন স্বাস্থ্য বিধি মানা হচ্ছেনা। এ সময় প্রধান শিক্ষক সুরেস সিংহ এসে সাংবাদিক ফজলে মওলা ও আবু রায়হান লিটনকে বিভিন্ন অশ্লীল ভাসায় গালাগালি ও পিয়ন ডেকে তাদেরকে স্কুল গেটের বাহির করে দিতে বলেন।

শিরোনাম