বদলগাছীতে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

 

বুলবুল আহম্মেদ ( বুলু) ,বদলগাছী ( নওগাঁ) ঃঃ

নওগাঁর বদলগাছীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগষ্ট শনিবার চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন শেষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রউফ, দুলাল চন্দ্র বর্মন প্রমূখ। বিজয়ীদের মাঝে ১৫ আগষ্ট পুরুস্কার বিতরণ করা হবে।

শিরোনাম