বদলগাছীতে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু

 

বুলবুল আহম্মেদ ( বুলু), বদলগাছী( নওগাঁ) প্রতিনিধি ঃঃ

দেশব্যাপী নতুন করে এক কোটি মানুষকে করোনার টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলার সকল ইউনিয়নে টিকা দান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিটি ইউনিয়নে প্রতিদিন ৩ টি করে ওয়ার্ডে এই টিকা দেয়া হবে। যাদের বয়স ২৫ বছরের উপরে তাদেরকে টিকা দেয়ার জন্য ইতোমধ্যে বদলগাছী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার প্রচারনা চালানো হয়েছে।

শনিবার (৭ আগস্ট) থেকে ৩ দিন ব্যাপী নতুন করে ক্যাম্পের আওতায় এই টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ৩ টি ওয়ার্ডে একটি করে টিকাদান বুথ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড বুথ থেকে ২শ জন করে এক ইউনিয়নে প্রতিদিন ৬শ জন ব্যক্তিকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।

প্রথম দফায় প্রতিটি ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের বাসিন্দাদের টিকা দেয়া হচ্ছে। বাকি ওয়ার্ডগুলোতে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে। স্থানীয় সংসদ সংসদ আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান ( তিতু) বদলগাছীর থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম (আতিক) আলহাজ্ব ফিরোজ হোসেন তৌফিক হোসেন পলাশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কানিস ফারহানা বলেন, ইউনিয়ন পর্যায়ে ১ম ধাপে টিকা দান কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকলকে টিকা আওতায় আনা হবে। এ ব্যাপারে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষকে টিকার আওতায় আনা হবে।

শিরোনাম