বদলগাছীতে আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা

বুলবুল আহম্মেদ ( বুলু) ,বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি ঃঃ
নওগাঁর বদলগাছীতে আগাম শিম ও সবাজি চাষ করে সাফল্যের মুখ দেখছে বদলগাছী উপজেলার চাষিরা।

জানা যায়, আগাম জাতের নতুন সবজির বাজারে উঠতে শুরু করেছে দাম ভাল পাওয়ায় খুশিতে আছেন কৃষকরা। গত বুধবার বদলগাছী ও বৃহস্পতিবার ভান্ডারপুর সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পিয়াজ ৫০ থেকে ৫৫ টাকা, রসুন ৬০ খেকে ৭০টাকা,নতুন শিম ১২০ থেকে ১৪০ টাকা, মুলা ৪০ থেকে ৪৫টাকা, করলা ৫০ থেকে ৫৫টাকা, নতুন ফুল কপি ছোট ১পিস ৬০ থেকে ৭০টাকা, লাল শাক ৪০ থেকে ৪৫টাকা, ঢেরস ৪৫ থেকে ৫০ টাকা, পোটল ৪০ থেকে ৪৫টাকা, বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, বাজার দর দেখা গেছে।

কোলা ইউপির সুতাহাটি গ্রামের কৃষক বাদেশ আলী বলেন, আমি ১২কাটা জমিতে ২২শ ফুল কপির চারা রোপন করেছি আশা করছি আগামী ১৫ থেকে ২০ মধ্যে প্রতি পিস কপি বাজারে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রয় করব। কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন, ১৮ কাঠা জমিতে পটল চাষ করেছি। প্রতি সপ্তাহে দেড় থেকে ২ মণ পটল তুলছি পেরেছি প্রতিমণ ১১শ থেকে ১৩শ টাকা দরে বিক্রয় করেছি।

কোলা ইউপি’র পুখুরিয়া গ্রামের আঃ সালাম বলেন, আমি ১৪ কাঠা জমিতে শিম চাষ করেছি আশা করছি ১ সপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রয় করতে পারবো। তাছাড়া বাজারে সবজির দাম ভালো থাকায় উপজেলা কৃষকরা খুশি। উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, বদলগাছীতে এবার প্রায় ৪৭ হেক্টর জমিতে শিম সহ বিভিন্ন সবজি চাষ হয়েছে এবার আবহায়া ভাল থাকায় বর্তমান ভাল এবং ফলন ও ভাল হবে বলে আশা করছি। এতে উপজেলার কৃষরা অনেক লাভবান হবে এই বিভিন্ন সবজি থেকে লাভবান হবে তারা।

শিরোনাম