বুলবুল আহম্মেদ ( বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃঃ
নওগাঁর বদলগাছীতে ভারতীয় অবৈধ ৫৬০পিচ এ্যাম্পল সহ ৩ জনকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৪জুলাই (শনিবার) ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধাইপুর ইউনিয়নের পাত্রাবাড়ি গ্রাম থেকে এস আই কামরুল ও এস আই আবু সামা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩ জনকে এ্যাম্পলসহ আটক করেন।
আটককৃতরা উক্ত ইউপি’র কার্তিকাহার গ্রামের রাজ্জাক এর ছেলে জুয়েল হোসেন (৩৫), ফেরদৌস আলমের স্ত্রী রাবেয়া খাতুন (৩০) ও মৃত বয়েজ উদ্দীনের ছেলে আব্দুস সালাম (৫০)। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন যাবৎ অবৈধ এ্যাম্পল বিক্রি করে আসছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম ( আতিক(ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে বদলগাছী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।