বদরখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর পা কেটে নিলো দুষ্কৃতকারীরা
কফিল উদ্দিন জেলা প্রতিনিধি;
চকরিয়ার বদরখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এতে হাত, পা ও মাথায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় এক ব্যবসায়ীকে। আহতের নাম নুরুল হুদা। দুষ্কৃতকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহতের শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে একটি পা। রোববার (১১জুলাই) বদরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড কুতুবনগর পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত নুরুল হুদাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। নুরুল হুদা সওদাগর নামে পরিচিত আহত নুরুল হুদা বদরখালী বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার। তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।