বড় ভাই চাকু দিয়ে কুপিয়ে হত্যা করলো ছোট ভাইকে

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীরামপুর গ্রামের আছসার উদ্দিনের ছোট ছেলে সাদিকুল ইসলাম (৩২)কে তারই বড় ভাই শফিকুল ইসলাম ডান পায়ের হাঁটুর উপর ও নাভির নিচে চাকু দিয়ে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মামলা হয়েছে।পুলিশ ঘাতক বড় ভাইকে গ্রেফতার করেছে।

শিরোনাম