বড়াইগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত-৭

নাটোর প্রতিনিধিঃ
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রামের রাজ্জাক মোড়ে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,সোহেল রানা (২৯), মমিন আলী (৩০), ইমদাদুল হক (৩২) সহ কমপক্ষে চারজন এবং অপরপক্ষ রবি গ্রুপের রকমত আলী (২৮), মানিক হোসেন (২৫) সহ কমপক্ষে তিনজন আহত হয়।পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম