নিজস্ব প্রতিনিধিঃ
তিন জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতে শরীয়তপুরের দুই উপজেলায় দু’জন, সিলেটের কানাইঘাটে একজন এবং নেত্রকোণার আটপাড়ায় ১ জনের মৃত্যু হয়েছে।
দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত দু’জন হলেন: জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (২৬) এবং ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৮)।