বঙ্গবন্ধুর রাজনীতির হতেখড়ি মাও: আব্দুল হামিদ খান ভাষানী
সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওঃ আব্দুল হামিদ খান ভাষানী (রহঃ)। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন মাওঃ ভাষানী (রহঃ) এর রাজনৈতিক ছাত্র। আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয় মুসলিম-লীগ থেকে। প্রথমে মুসলিমলীগ থেকে আওয়ামী-মুসলিম এবং পরে আওয়ামীলীগ গঠিত হয়।
আর এ দলের সূচনা হয় পাকিস্তানী তাবেদার সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রাজনৈতিক অঙ্গনে পা রাখেন মাওঃ ভাষানী (রহঃ) এর হাত ধরে। মাওঃ ভাষানী, মাওঃ শামসুল হক ফরিদপুরী (রহঃ) এর পরামর্শ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এক কদম অগ্রসর হতেন না। আজ যারা মুজিব কোট পড়ে মৌলবীদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, কেউ কি জানেন, মুজিব-কোটটা কে দিয়েছিল?
এই সেই মুজিব কোট যখন শেখ মুজিব ৬৯ এর নির্বাচনে বিপুল ভোটে আওয়ামীলীগ বিজয় হয়েছিল তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পার্লামেন্টে যাওয়ার সময় মাওঃ শামসুল হক ফরিদপুরী (রহঃ) এর কাছে গিয়ে ছিলেন দোয়া চাওয়ার জন্য। তখন শেখ মুজিবর রহমান ফরিদপুরী (রহঃ) গায়ে কোট দেখে বলেছিল যে, হুজুর কোটটি আপনাকে অনেক মানিয়েছে।
তখন খুশি হয়ে ফরিদপুরী (রহঃ) কোটটি দিয়ে বলেছিলেন যাও, এটা তুই গায়ে দিয়ে পাকিস্তানের পার্লামেন্টে যাও এটাই আমার দোয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান খুশি মনে তখন পাকিস্তানের পার্লামেন্টে গিয়েছিলেন কোট পরে।