বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানিকগঞ্জ জেলা স্কাউটের শ্রদ্ধা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
১৫ আগস্ট,২০২২ সোমবারসকাল ৭ টায়মানিকগঞ্জশহীদ মুক্তিযুদ্ধের স্মৃতি বেদীতেহাজারবছরের শ্রেষ্ঠবাঙালিজাতিরজনক শেখমুজিবুররহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবসউপলক্ষেজাতিরজনকেরপ্রতিকৃতিতেবাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলাপুষ্পস্তবকঅর্পণকরে বিনম্র শ্রদ্ধাজানিয়েছে।

এ সময়েউপস্থিত ছিলেন জেলা সম্পাদক,বাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলা ও প্রধানশিক্ষকহরগজশহীদ স্মৃতিউচ্চ বিদ্যালয়,সাটুরিয়া,মানিকগঞ্জ মো.বজলুররহমান,জেলা কাবলিডার বাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলা স্কাউটার মো. সিরাজুল ইসলামএলটি,জেলা স্কাউট লিডার বাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলা স্কাউটার খন্দকার সিরাজুম মনিরচঞ্চলসি এলটি,উপজেলা স্কাউটলিডার বাংলাদেশ স্কাউটস,সিংগাইর, মানিকগঞ্জ,জনপ্রিয় শারীরিক শিক্ষা শিক্ষক,সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়,সাবেক জাতীয় ক্রীড়াবিদ,সভাপতি শারীরিক শিক্ষাবিদ সমিতি,সৃজনশীল লেখক,গবেষক,বরেণ্য সাংবাদিক ও প্রখ্যাত কলামিস্ট মো. আলতাফ হোসেন,সহযোজি সদস্য বাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলা,সদস্য সচিব,জেলা পীআরএমকমিটি মানিকগঞ্জ জেলা দীপা মন্ডল,উপজেলা কাব লিডার,বাংলাদেশ স্কাউটস,মানিকগঞ্জ জেলা সদরশিপ্রাসরকার,সিনিয়র শিক্ষক (কম্পিউটার) উথলী পাইলটবালিকা উচ্চ বিদ্যালয়,শিবালয়,মানিকগঞ্জ খন্দকার গুলবদনতিলাসহ স্কাউটশিক্ষাথীবৃন্দ প্রমুখ।

শিরোনাম