বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বইটি সব চেয়ে বেশি পঠিত হয়েছে

 

স্টাফ রিপোর্টার ঃঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশে সবচেয়ে বেশি পঠিত। বিক্রির তালিকায়ও শীর্ষে। ২০১২ সালে প্রকাশিত এ বই এ পর্যন্ত ৬ লাখ ২০ হাজার কপির বেশি বিক্রি হয়েছে। আর এর ইংরেজি অনুবাদ বিক্রি হয়েছে ২৬ হাজার কপির বেশি।

বইটি এ পর্যন্ত ইংরেজি, উর্দু, স্প্যানিশ, জার্মান, চীনা, জাপানি, আরবি, ফরাসি, তুর্কি, অসমীয়া, রুশ এবং ডাচ ভাষায় অনূদিত এবং বই হিসেবে প্রকাশিত হয়েছে। আরও বহু ভাষায় বইটি অনুবাদের উদ্যোগ নেয়া হয়েছে। এ বই প্রকাশের দায়িত্বে ছিল ইউনিভার্সিটি প্রেস লি. (ইউপিএল)। বই প্রকাশনার প্রেক্ষাপট লিখেছেন ইউপিএল’র ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন ।

শিরোনাম