নিজস্ব প্রতিনিধিঃ
৩ ডিসেম্বর,২০২২ শনিবার বিকেলে ৫০৪ তম স্কাউট ও ৭৯০ তম কাব লিডার বেসিক কোর্স উদ্বোধনী অনুষ্ঠান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,কাপাসিয়া গাজিপুরে প্রধান অতিথি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি কে সাবেক জাতীয় ক্রীড়াবিদ,সাংবাদিক,কলামিস্ট ও সৃজনশীল লেখক স্কাউটার মো. আলতাফ হোসেনের (উডব্যাজার) লেখা এ বুক অব গোল্ডন টাচ কোটেশনস (বাণী চিরন্তনী ইংরেজি বাংলা) বইটি শুভেচ্ছার নিদর্শনস্বরূপ উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার, একেএম গোলাম মোর্শেদ খান, কোর্স লিডার স্কাউটার মো. সামসুর রহমান,এলটি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ আজাদ, উডব্যাজার, শাহ জামান মাসুম উডব্যাজার উপজেলা স্কাউট সম্পাদক,স্কাউটার হোসেন শরীফ আহম্মেদ এএলটি,মো. রেজাউল ইসলাম, এএলটি,স্কউটার মঞ্জুরুল আলম উডব্যাজার,স্কাউটার রোজী সিদ্দিকা উডব্যাজার টাঙ্গাইল, রেহেনা পারভীন উডব্যাজার, শেখর রায় উডব্যাজার প্রমুখ।