বগুড়ার ধুনটে অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করল স্ত্রী

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় অণ্ডকোষ চেপে ধরে আব্দুর রহিম (৬৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল দুপুর ১২টার দিকে ধামাচামা গ্রামে নিহতের নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে।

এ ঘটনায় গতকাল বেলা ৩টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিউটি খাতুন (৪০)কে আটক করেছে পুলিশ। সে কৃষক আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী। জানা যায়, প্রায় ৬ বছর আগে তিনি বিউটি খাতুন (৪০)কে বিয়ে করেন। বিউটি খাতুন শিয়ালী গ্রামের মৃত হাফিজার রহমানের মেয়ে। আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী বিউটি খাতুন। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের মাঝে প্রায় সময় ঝগড়া হতো। আর সংসারে এ অশান্তির জের ধরেই এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,স্ত্রীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা বুঝা যাবে।

শিরোনাম