নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে রাজু মণ্ডল (২৩) নামে নিখোঁজ এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর ৬টার দিকে উপজেলার নিশ্চিন্তপুরে ঢাকা-বগুড়া ২য় বাইপাস মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজু মণ্ডল নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হোসেন মণ্ডলের ছেলে ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ বলছে,ছিনতাইকারীরা হয়তো তাকে হত্যা করে তার লাশ এখানে ফেলে গেছে।