ফ্রান্সের সাথে মরক্কো ২-০ গোলে ধরাশায়ী

সংবাদ জমিন ডেস্কঃ
বিখ্যাত সিনেমা শশাঙ্ক রিডেম্পশনের নায়ক অ্যান্ডি ডুফ্রেনের সেই উক্তি মনে আছে? জেলে থাকা ডুফ্রেন তার বন্ধুকে বলতেন, ‘আশা ভালো জিনিস। সম্ভবত সবচেয়ে ভালো জিনিস। আর ভালো জিনিস কখনো মরে যায় না।’ বিশ্বকাপে ভালো করার আশাই মরক্কোকে নিয়ে এসেছিল সেমিফাইনালে।

কিন্তু সিনেমার ডুফ্রেন তার আশাকে বাস্তবে রূপ দিতে পারলেও মরক্কো হার মানলো ফ্রান্সের অভিজ্ঞতার কাছে। সেমিফাইনালে ভালো খেলেছে উত্তর আফ্রিকার দেশটি। শুধু গোলটাই পাওয়া হয়নি। মরক্কোকে ২-০ গোলে কাঁদিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। শিরোপা ধরে রাখার মিশনে রোববার তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

শিরোনাম