ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মারামারি,আহত-২০

কুমিল্লা প্রতিনিধিঃ
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ২০ জন।কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়। সোমবার (১৭ মার্চ) রাতে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামায়াত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়। সেই মামলার বিষয়ে ১৩ মার্চ একটি ফেসবুক পোস্ট করেন বিএনপি সমর্থিত হৃদয় নামে এক ব্যক্তি। সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ১৬ মার্চ প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই মারামারির বিষয়ে মীমাংসা করার জন্য সোমবার রাতে বৈঠক বসে। সেই বৈঠকে উভয় পক্ষের প্রায় ৩০০-৪০০ লোক জড়ো হন।এরপরই উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, পরিস্থিতি সম্পূর্ণ এখন নিয়ন্ত্রণে।

শিরোনাম