স্টাফ রিপোর্টার ঃঃ
সিলেটের জকিগঞ্জের সুলতানপুরের প্রবাসী কুদ্দুস শিকদারকে গ্রেফতার করেছে র্যাব। সে সুইডেন প্রবাসী ছিল। বিদেশে বসে সে সরকার, জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানহানিকর বাজে পোস্ট দিয়ে আসছিল।
সম্প্রতি দেশে ফিরেছে সে, খবর পেয়ে গত ২৯ এপ্রিল ২০২১ দিবাগত রাত দেড়টার দিকে সিলেট শহরতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। নাম প্রকাশে অনিচ্ছুক জকিগঞ্জের এক ব্যক্তি জানান, বিদেশে বসে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাফালাফি করো আর ভাবে’আমিতো বিদেশে, আমার কি বা ছিঁড়বে? তিনি আরো জানান, তোমরা সোজা হইয়া যাও, নয়তো দশ বছর পরে দেশে আইলেও হাড্ডি আস্ত থাকবে না, ডিম থেরাপি রেডি করা আছে। ব্ল্যাক লিস্ট ডিজিটালাইজড করা। ব্যাপারটা মাথায় রাইখো চান্দুরা।