ফের আন্দালিব রহমান পার্থ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আন্দালিব রহমান পার্থকে আদালতে হাজির করে পুনরায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে এর বিরোধিতা করে আন্দালিবের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিরোনাম