ফেনীতে বিএনপির দুই হাজার নেতা-কর্মীকে আসামী করে পুলিশের দুই মামলা

ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে বিএনপির পদযাত্রার সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হায়াত উল্যা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দুটি দায়ের করেছেন বলে জানিয়েছেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন।

পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে এবং অপরটি পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা দুই মামলাতেই বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। দুই মামলায় অজ্ঞাতনামা আরও দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শিরোনাম