ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ প্রাণ গেল ৩ জনের

ফেনী প্রতিনিধিঃ
ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে রোলার মেশিন পেছনে ধাক্কা মেরে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার মুন্সির হাট বাজার এলাকায় কুতুবপুরে এঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম।নিহতরা হলেন,ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০) ও পরশুরাম উপজেলার শালধর বাজার এলাকার আবদুল গফুরের ছেলে আবদুর রহিম (৪৩)।

ওসি আবুল হাসিম আরও জানায়, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ফেনীতে মহাসড়ক দিয়ে হাটার সময় দ্রুতগতির যাত্রীবাহি বাস চাপায় পথচারী হালিমা বেগম (৩৭) নামের এক নারী নিহত হয়েছে। একই ঘটনায় তার মেয়ে হানিফা (৪) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

শিরোনাম