সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
এ যেন এক আজব খেলা। এক ফুঁতে টাকা হয়ে যায় দ্বিগুণ! টার্গেট গ্রামের সাধারণ নারী। ওৎ পেতে বসে থাকতো বিভিন্ন ব্যংকের বারান্দায়। কাক্সিক্ষত টার্গেট পেয়ে গেলেই শুরু হতো তাদের অভিনব প্রতারণা।
সহজ-সরল নারীদেরকে ‘ফুঁ’ দিয়ে টাকা দ্বিগুণ করার প্রলোভন দিয়ে ১১ দিনে হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা। বারবার চোখে ধুলো দিয়ে রয়ে যাচ্ছিলো ধরাছোঁয়ার বাইরে। অবশেষে তারা বন্দি হয় পুলিশের খাঁচায়। চাঞ্চল্যকর এ ঘটনাট ঘটেছে মৌলভী বাজারের রাজনগরে উপজেলায়।