ফিলিস্তিনপন্থি পোস্টে লাইক দেয়ায় চাকরি খোঁয়ালেন মুম্বাইয়ের শিক্ষিকা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ফিলিস্তিনপন্থি একটি কন্টেন্টে লাইক দেয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মুম্বইয়ের একটি শীর্ষস্থানীয় একজন প্রিন্সিপাল পারভীন শেখকে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, স্কুল কর্তৃপক্ষের দাবি তিনি স্কুলের মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত। এমন অভিযোগে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।

তবে রিপোর্টে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনপন্থি কন্টেন্টে লাইক দেয়ার জন্য তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ওই স্কুলটির নাম সোমাইয়া স্কুল। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, পারভীন শেখের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড প্রতিষ্ঠানের একতা এবং সবার অংশগ্রহণমূলক যে নীতি আছে তার সঙ্গে বিরোধপূর্ণ। এ নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে ভুল এবং অন্যায় বলে অভিহিত করেছেন মিস পারভীন।

শিরোনাম