ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ বাস যাত্রী। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দার বাসাগাড়ি ও দুপুরে মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় এসব ঘটনা ঘটে। আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, রোববার ভোরে বাসাগাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ঘে ঘটনাস্থলেই ২ বাসযাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও ৩০ বাস যাত্রী আহত হয়েছেন