ফরিদগঞ্জে নারীর হাত-পায়ের রগ কেটে হত্যা করলো দুর্বৃত্তরা
ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে এক নারীকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। তার নাম মমতাজ বেগম রিক্তা। তিনি বধূবরণ নামে একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। পিতৃ-মাতৃহীন রিক্তার সন্তান নেই। তার স্বামী প্রবাসী। হত্যার কারণ এখনও উদ্ঘাটন হয়নি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার রূপসা (দক্ষিণ) ইউনিয়নের চরমান্দারী গ্রামের ভোলা গাজী বেপারী বাড়িতে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, সন্ধ্যার পর বাইরে থেকে পাকা বসতঘরে গিয়ে রিক্তার বোন ছেলে বাপ্পি (১৯) দেখে ঘরের দরজায় রক্তাক্ত ওড়না ও কাপড়-চোপড় পড়ে আছে। সে খালাম্মা বলে চিৎকার করে কোনো সাড়া পায়নি।
এরপর, দৌড়ে পাশের ঘরের মামানিকে বললে তিনি গিয়ে পরিস্থিতি দেখে চিৎকার করেন। আওয়াজ পেয়ে বাড়ির লোকজন ছুটে যান। তাদের চিৎকার শুনে ও খবর পেয়ে অন্যান্য আত্মীয়স্বজন ছুটে যান। তারা দেখেন রিক্তার রক্তাক্ত দেহ একটি কম্বল মুড়িয়ে বাথরুমে ফেলে রাখা হয়েছে। পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে।জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।