ফতুল্লায় বিয়ের বাজার করার কথা বলে ধর্ষক উধাও

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়ে ধর্ষক। অত:পর বিয়ের আয়োজন। আর বিয়ের বাজার করার কথা বলে উধাও হয়ে গেল ধর্ষক। ঘটনাটি এলকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, রাজু জামালপুর জেলার ইসলামপুর থানার ফকিরপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে। রাজু ও ভুক্তভোগী কিশোরী ফতুল্লায় একই বাড়িতে বসবাস করেন। তাদের মধ্যে কিশোরী গার্মেন্টসে ও রাজু নিটিং কারখানায় কাজ করেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। এরপর গত এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে।

সম্প্রতি বিয়ের প্রলোভনে রাজু ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি বিয়ের প্রলোভনে আবারও তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর বড় ভাইয়ের স্ত্রী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর বিষয়টি আশপাশের সবার মধ্যে জানাজানি হলে বিয়ের আয়োজন করা হয়। আর বিয়ের কেনাকাটার কথা বলে রাজু হাওয়া হয়ে যায়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মামলা হয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শিরোনাম