প্রেম প্রত্যাখ্যান করায় বখাটের ধারালো অস্ত্রের আঘাতে স্কুল ছাত্রী জখম

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ গেটের সামনে এক বখাটের ধারালো ক্ষুরের আঘাতে একাদশ শ্রেণীর এক ছাত্রী (১৭) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে শহরের ৯ নং ওয়ার্ড শিলাসী এলাকায় গফরগাঁও মহিলা কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রীর পরিবারের অভিযোগ উপজেলার উথুরী গ্রামের কবীর মিয়ার বখাটে ছেলে জাহিদ (১৯) ওই ছাত্রীর উপর হামলা করেছে। এ ব্যাপারে ঐ বখাটেকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। উল্যেখ্য,ঐ বখাটে বেশ সময় ধরে ঐ স্কুল ছাত্রীকে প্রেম বস্তাব দিয়ে আসছিল।আর এ প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় নির্মম পরিস্থিতির শিকার হয় ঐ স্কুল ছাত্রী।

শিরোনাম