প্রেমিকের মোটর সাইকেল থেকে পড়ে প্রেমিকা পিষ্ট

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
রাজধানী যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে দ্রুতগামী শীতল পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়েছে এক কিশোরী মাদ্রাসা ছাত্রী। নিহত ওই মাদ্রাসা ছাত্রীর নাম মোছা. মিথিলা আক্তার মিম (১৬)। মিমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। বৃহস্পতিবার(২৮ জুলাই) একটার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে,মোটরসাইকেল করে দুইজন ঘুরতে বের হলে সাদ্দাম মার্কেটের সামনে যাওয়া মাত্রই পিছন থেকে মিম ছিটকে পড়ে যায় রাস্তার মধ্যে। পরে দ্রুতগামী শীতল পরিবহন এসে তাকে চাপা দেয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে।

শিরোনাম