প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষ হাতে অনশন !

 

রাজবাড়ি প্রতিনিধি ঃঃ
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেছে প্রেমিকা। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে।

জানা গেছে, উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের কালো ওরফে কাইলা শেখের ছেলে মো. সোমিন শেখ (২১) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে গত বৃহস্পতিবার রাত থেকে জামালপুর ইউনিয়নের মেয়ে ও রাজ্জাক জুট মিলের শ্রমিক (১৮) বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে সোমিনের বাড়িতে অনশন করছে।

এ নিয়ে রাতেই জামালপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও বহরপুর ইউপি সদস্য আরব আলী ওই বাড়িতে গিয়ে আপসের চেষ্টা করলেও প্রেমিক সোমিন পালিয়ে যায়। অনশনকারী প্রেমিকা জানায়, ৪ বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক। তাকে বিয়ের আশ্বাসে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় নিয়ে স্বামী-স্ত্রীর মতো রাত্রিযাপন করেছে।

আমার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে ও আমার ইজ্জত শেষ করে এখন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত অনশন অব্যাহত ছিল।

শিরোনাম