ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় নাজমা নামে এক প্রেমিকাকে শায়েস্তা করতে গিয়ে নিরীহ এক দিনমজুরকে হত্যা করা হয়। অন্যের ঘাড়ে দায় চাপাতে গিয়ে সোহেল রানা (৪৩) নামে এক খুনি নিজেই এখন ফেঁসে গেছেন। স্কেচ ফটোগ্রাফারের মাধ্যমে যৌথভাবে ক্লুলেস ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তার হওয়া সোহেল রানা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের আব্দুর রশিদের ছেলে। গতকাল দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ হত্যাকাণ্ডের মোটিভ ও ক্লু উদ্ধারের ঘটনার বর্ণনা করেন পুলিশ সুপার আজিম-উল-আহসান। অপরদিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ক্লুলেস এই হত্যার বর্ননা করা হয়েছে।