প্রেমিককে নিয়ে স্ত্রী পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যা করল

 

সীতাকুন্ড প্রতিনিধি ঃঃ
সীতাকুণ্ডে পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করেছে তার স্ত্রী ও প্রেমিক। নিহতের নাম মো. জয়নাল আবেদীন প্রকাশ (কালা)। শনিবার সকাল ৭টার সময় বাড়ির পাশে ইরন বাদশার পুকুর থেকে জয়নালের লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ। উপজেলার বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্ত্রীকে পালিয়ে যাওয়ার সময় বাড়বকুণ্ড বাজার থেকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন ছিলেন একজন সবজি ব্যবসায়ী। তারা দুই কন্যা সন্তানের জনক। কিন্তু সম্প্রতি স্ত্রী রিমা আক্তার (২৪) একই এলাকার শাহাদাৎ হোসেন কাইয়ুম (২৭) নামে এক বখাটের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এটি জানাজানি হয়ে পড়লে তাদের মধ্যে এ নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। আর মনোমানিল্যের পর পথের কাঁটা দূর করতেই স্ত্রী ও প্রেমিক মিলে জয়নাল আবেদীনকে পুরুষাঙ্গ কেটে হত্যা করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়,ঘাতক স্ত্রী রিমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে প্রেমিক শাহাদাৎ হোসেনকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম