প্রিয় জন্মভূমি মানিকগঞ্জ জেলা ৩৭ বছরে পা রাখলো

মো: জসিম উদ্দিন সরকার ঃঃ
৩৭ বছরে পা রাখলো প্রিয় জন্মভূমি মানিকগঞ্জ জেলা। ১৮৪৫ সালের ১ মে এই দিনে প্রতিষ্ঠিত হয় মানিকগঞ্জ জেলা। প্রথমে মানিকগঞ্জ ফরিদপুর জেলাধীন ছিল। প্রশাসনিক জটিলতা নিরসনে ১৮৫৬ সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলায় অন্তর্ভূক্ত করা হয়।

১ মার্চ, ১৯৮৪ সালে মানিকগঞ্জকে স্বতন্ত্র জেলায় উন্নীত করা হয়। ১৩৭৮.৯৯ বর্গকিলোমিটার আয়তনের মানিকগঞ্জ জেলার বর্তমান জনসংখ্যা প্রায় ১৪ লক্ষ। পদ্মা, যমুনা, ধলেশ্বরী,গাজীখালি, ইছামতি, কালিগঙ্গা নদী বেষ্টিত মানিকগঞ্জ জেলায় ৬৪টি ইউনিয়ন আর ১৬৬৮টি গ্রাম রয়েছে। বাংলাদেশের মধ্যাঞ্চলের অপরূপ রূপের জেলা মানিকগঞ্জের উত্তরে সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলা। দক্ষিণে ফরিদপুর, রাজবাড়ী ও ঢাকা জেলা। পূর্বে ঢাকা জেলা। পশ্চিমে পাবনা ও রাজবাড়ী জেলা। তথ্যসূত্র-সংগৃহীত

শিরোনাম