সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
সদস্য প্রার্থী দামোদর গৌর দাস (ভ্যানগাড়ি প্রতীক) গোসল করতে গিয়েছিলেন বাড়িতে। ভাবছিলেন, গোসল শেষ করে এসেই ভোটটি দিয়ে দিবেন। তাই দ্রুত চলে আসেন কেন্দ্রে। এসে দেখেন ভোটগ্রহণ শেষ। বারবার অনুরোধ করেও নিজের ভোটটি আর দিতে পারেননি তিনি।
বেরসিক প্রিজাইডিং কর্মকর্তা গ্রহণ করেননি তার অনুরোধ। তাই নিজের ভোটটাই দিতে পারলেন না তিনি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে।