নিজস্ব প্রতিবেদনঃ
প্রায় ১ যুগ পেরিয়ে গেলেও সাগর-রুনি হত্যাকান্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পেছালো ১০৩ বার। আজব দেশ। এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারো আগামী ১৯ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন বিজ্ঞ আদালত।তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার মামলার দিন ধার্য থাকলেও র্যাব প্রতিবেদন দাখিল না করায় নতুন করেন বিজ্ঞ আদালত।
উল্লেখ্য,২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।মামলার পর সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ সরব হলেও বিচারতো দূরের কথা আজ অবধি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।যা সাংবাদিক সমাজকে বিস্মিত করেছে।