প্রাথমিক গণনায় এগিয়ে এনডিএ,কারচুপির অভিযোগ কংগ্রেস জোটের

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
সকালে ভোট গণনার শুরুতেই বিরোধী ইন্ডিয়া জোটের চেয়ে এগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট এনডিএ। তবে খুব বেশি ব্যবধানে পিছিয়ে নেই ইন্ডিয়া ব্লক। সবেমাত্র ভোট গণনা শুরু হয়েছে। ফলে এই হিসাবের ওপর ভিত্তি করে কোনো পূর্বাভাস করা সম্ভব নয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

কী পরিমাণ ভোট গণনা হয়েছে, তাতে কতটা এগিয়ে আছে এনডিএ জোট তাও জানায়নি এই সংবাদ মাধ্যম। এতে বলা হয়েছে, ভারতে সরকার গঠন করতে হলে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে কোনো একটি দল বা জোটকে কমপক্ষে ২৭২ আসন পেতে হবে। এই টার্গেট নিয়ে সব পক্ষ দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে নির্বাচনী মাঠে ছিল। আজ দুটি বিধানসভার ফলও একই সঙ্গে গণনা করা হচ্ছে। তা হলো ওড়িশা ও অন্ধ্র প্রদেশ।ইতিমধ্যে কংগ্রেসের ইন্ডিয়া জোট ভোট কারচুপির অভিযোগ করেছে।অপরদিকে নরেন্দ্রমোদির এনডিএ জোট বলছে,ফলাফল বানচাল করতেই এমন অভিযোগ আনা হচ্ছে।

শিরোনাম