প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন পিএসসির চেয়ারম্যান

সংবাদ জমিন ডেস্কঃ
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার দুপুরে আগারগাঁও পিএসসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান। তিনি আরও বলেন, গত পাঁচ জুলাইয়ের রেলওয়ের পরীক্ষা ছাড়াও যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রমাণিত হলে আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

মো. সোহরাব হোসাইন বলেন, কমিশনের যাদের গ্রেপ্তার করা হয়েছে, নিয়ম অনুযায়ী তাদের সাসপেন্ড করা হবে।

শিরোনাম