নিজস্ব প্রতিবেদকঃ
বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচিত সাদিয়া আক্তারের মায়ের বাড়িতে ঢাকার মুগদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা যানা গেছে। শনিবার (২৪ মে) রাত সারে ১১টার দিকে তিনতলা ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনাটি ঘটে। সাদিয়ার বিতর্ক মন্তব্যের জন্য এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়,অগ্নিসংযোগের সময় নিচতলার ফ্ল্যাটে অবস্থান করছিলেন সাদিয়া আক্তারের নানা মতিন খান (৫৭) ও নানু হাজেরা বেগম (৫৬)। গভীর রাতে আগুনে পোড়ার টের পেয়ে তাঁরা চিৎকার করলে ভবনের অন্যান্য বাসিন্দারা ছুটে আসেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে দশটার সময় ওই ভবনটির আশেপাশে অপরিচিত কয়েকজন লোককে দেখা যায়। তাঁরা ৪-৫টি মোটরসাইকেলে ঘুরাফেরা করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর ওই ভবনটির নিচতলায় আগুন লাগে।
সাদিয়া আক্তার ২০২১ সালে লেখাপড়ার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান এবং সেখানে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য ও রাষ্ট্রবিরোধী পোস্ট দেন। এর ফলে ক্ষুব্ধ হয়ে তৌহিদী জনতা সেই বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে অনেকের ধারণা।আরো জানা যায়, দেশে থাকাকালীন সাদিয়া আক্তার মুগদা থানা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ জানান , বিষয় টি দেখছি ।কারা করেছে তা নিশ্চিত নই।