সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
অদম্য ইচ্ছা শক্তি, আর পরিবাবের প্রেরণা প্রতিবন্ধী সূরাইয়ার জন্য আশির্বাদ, আর এ আশির্বাদকে অবলম্বন করে সংগ্রামী সূরাইয়া আজ এ পর্যন্ত। সফলতা যেন অনবরত হাতছানি দেয়। অসম্ভবকে সম্ভব করার নামটি হচ্ছে সূরাইয়া। সফলতা নামক সোনার হরিণটি ধরতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেন শেরপুরের প্রতিবন্ধী শিক্ষার্থী সুরাইয়া জাহান।
অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম সূরাইয়া জাহান। হাত অকেজো থাকলেও পা দিয়ে লিখে গত শনিবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় অংশ নিতে শেরপুর থেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসেন সুরাইয়া।
হাতে লিখতে না পারলেও সৃষ্টিকর্তা তার পাকে যেন ঠিক হাতের মতই তাকে বড় হাতিয়ার বানিয়ে দিয়েছেন। পরীক্ষায় তিনি আরো ১০ জন শিক্ষার্থীকে ঠিকই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
পরীক্ষার হলে যখন প্রতিবন্ধী মেয়ে পরীক্ষা দিচ্ছেন, তখন বাইরে অপেক্ষারত মা মুর্শিদা ছফি সংবাদ মাধ্যমকে বলেন, সুরাইয়া মেধাবী একজন শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১১ এবং এইচএসসিতে ৪.০০ পেয়েছেন।