প্রতারণার মহারাণী ডা: ঈশিতা ও সহযোগী দিদার ৬ দিনের রিমান্ডে

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ডা. ইশরাত রফিক ঈশিতাকে দুই মামলায় ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া তার সহযোগী শহিদুল ইসলাম দিদারকেও ছয়দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার ( ২ আগস্ট) দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর শাহআলী থানার প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম প্রতারণার মামলায় তিনদিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিরোনাম