পেরুকে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

 

সংবাদ জমিন, স্পোর্টস ডেস্ক ঃঃ
স্বাগতিক ব্রাজিল ১-০ গোলে পেরুকে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সেমিফাইনালে ম্যাচের একমাত্র গোলটি করেন লুকাস পাকেটা। গ্রুপ পর্বে দুই দলের লড়াইয়ে ব্রাজিল জিতেছিল ৪-০ গোলে। কিন্তু সেমিফাইনালে তারা সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি। অনেকটা নিষ্প্রভ ফুটবল খেলেছে এ দিন।

বরং পেরু কিছুটা হলেও উজ্জীবিত খেলার চেষ্টা করেছে। যদিও দুই দলের খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুন্যে এগিয়েছিল ব্রাজিলই। সেমিফাইনাল ম্যাচ যেমন আকর্ষণীয় এবং উপভোগ্য হওয়া উচিত ছিল তা মোটেও হয়নি। ছন্দময় ফুটবল খেলতে পারেনি কোন দলই। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ফাউল করে খেলার প্রবনতাও ছিল। ব্রাজিল প্রথমার্ধে গোল করার পর সেটি ধরে রাখাই যেন তাদের লক্ষ্য হয়ে দাড়ায়।

অপর দিকে এ সুযোগ কাজে লাগিয়ে পেরু চেষ্টা করে ম্যাচে সমতা ফেরাতে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি ব্রাজিলের গোলরক্ষক এডারসনের দৃঢ়তায়।

শিরোনাম