পেনাল্টি মিস করেও সেরা খেলোয়ার হলেন মেসি

সংবাদ,জমিন ডেস্কঃ
পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদ দিলে গোটা ম্যাচে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কারটাও ওঠে মেসির হাতে। তবে অ্যাওয়ার্ড নিজে নেননি; আর্জেন্টিনাকে লিড এনে দেয়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে সেরা মনোনীত করেন মেসি।

বুধবার রাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পায় আর্জেন্টিনা। বিরতির আগে মেসিকে ফাউল করেন পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সেজনি স্পটকিকে মেসিকে রুখে দেন। গোল না পেলেও ম্যাচসেরা হন আর্জেন্টিনা অধিনায়ক। ৯০ মিনিট মাঠে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। পোল্যান্ডের গোলবারের উদ্দেশ্যে মোট ৬টি শট নেন মেসি।

শিরোনাম