ফেনী প্রতিনিধিঃ
ফেনীতে সরস্বতী পূজা দেখতে এসে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হলেন নোয়াখালীর তিন যুবক। সোমবার রাত সাড়ে ৯টায় ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে উত্তর আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালী জেলার চৌমুহনী উপজেলার আলিপুর এলাকার কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩), কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ (২৩) ও একই এলাকার মনোরঞ্জনের ছেলে দেবু (২২)। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানায়, সোমবার বিকালে নোয়াখালী থেকে সরস্বতী পূজা দেখতে দুটি মোটরসাইকেলে পাঁচ বন্ধু ফেনীর উদ্দেশ্যে রওনা দেয়। পূজা দেখা শেষে রাতে নোয়াখালীর বাড়িতে ফেরার পথে দাগনভূঞার বেকের বাজার এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।