পুলিশের সোর্সের হাতে সোর্স খুন

চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের সোর্স কায়েস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। মূলত পরিচয় ফাঁস করে দেয়ায় হুমায়ুন কবির নামে আরেক সোর্সের পরিকল্পনায় কায়েস খুনের শিকার হন।এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হুমায়ুনসহ ৬ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় মনসুরাবাদে নগর ডিবি বন্দর ও পশ্চিম বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন এসব কথা জানান। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. হুমায়ুন কবির প্রকাশ মাসুদ তালুকদার (৪৫), মো. খোকন প্রকাশ সোনা মিয়া (৩১), মো. রফিকুজ্জামান সানি মিয়া প্রকাশ আফরান (২২), মো. নজরুল ইসলাম (২৩), মো. রায়হান (২১) এবং আব্দুল কাদের জীবন (২২)।

শিরোনাম