সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ঢাকার আদালত থেকে পালিয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় পুরান ঢাকার আদালত পাড়ায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। আজ ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজিরা ছিল। হাজিরা শেষে তাদের হাজতখানায় নেয়ার পথে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই জঙ্গি হলেনÑ মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।